রাতে কি রাখি পরানো উচিত?
৩০ এবং ৩১ অগাস্ট এবারের রাখি বন্ধন উৎসব পালিত হবে৷
কোনও রীতি, উৎসব শুভ
মুহূর্তে পালন করাই শ্রেয়৷
তাহলে তার ইতিবাচক প্রভাব পড়ে৷
শুধু ভাই বোন নয়, রাখি বন্ধন সম্প্রীতির প্রতীক৷
কিন্তু রাতে রাখি পরা কি শুভ?
হিন্দু পঞ্চাঙ্গ মতে দেওয়া শুভ সময় অনুযায়ী এই উৎসব পালিত হয়৷
ফলে সেই মুহূর্ত রাতেও পড়তে পারে৷
শুভ মুহূর্তে রাখি পরানো লাভজনক৷
এ বছর রাখি পরার শুভ মুহূর্ত রাতে৷
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন