বলিপাড়ার অন্দরে কান পাতলেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে৷ এই খবরে দিনভর তোলপাড় টিনসেল টাউন। ভিকি ঘরনি নাকি প্রেগন্যান্ট। এই নিয়ে বি-টাউনের অন্দরে চর্চা শুরু হয়েছে৷
গণেশ চতুর্থীতে আম্বানি পরিবারে তারকাদের চাঁদের হাট বসেছিল৷ সেই উৎসবে বলিউডের সমস্ত তারকারা হাজির থাকলেও দেখা যায়নি ক্যাটরিনা কাইফকে৷ তারপর থেকে জোরদার জলঘোলা শুরু হয়েছে৷
আম্বানি পরিবারে গণেশ পুজোয় ক্যাটরিনা অনুপস্থিতিই উস্কে দিয়েছে প্রেগন্যান্সির জল্পনা৷
তবে ক্যাটকে দেখা না গেলেও আম্বানির গণেশ পুজোয় একাই উপস্থিত ছিলেন ভিকি কৌশল৷ এদিন ক্যাটরিনার বোনকেও দেখা গেছে৷
কিডনিরবলছেন পাথর গলাতে ঘনঘন বিয়ার খাচ্ছেন? শরীরের ক্ষতি হচ্ছে না তো? জেনে নিন কী চিকিৎসক
রাতে ঘুমানোর আগে দুধের সঙ্গে মিশিয়ে নিন 'এই' জিনিস! তরতরিয়ে কমবে ব্লাড সুগার, ভাল থাকবে হার্ট
বিছানায় শয্যাশায়ী জিনাত আমন! ১০ দিন ধরে ভয়ঙ্কর ফ্লু-তে আক্রান্ত, এখন কেমন আছেন অভিনেত্রী?
বেশ কিছুদিন ধরেই ক্যাটরিনার মা হওয়ার খবর নিয়ে জলঘোলা শুরু হয়েছে৷ তবে কি সত্যিই মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ৷ এবারও এত চর্চার মধ্যেও প্রেগন্যান্সি নিয়ে স্পিকটি নট তারকা দম্পতি৷
ভিকির সঙ্গে মাত্র ২ বছর ধরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ক্যাটরিনা ৷বিয়ের পর থেকে একাধিকবার মা হওয়ার খবরে নাম শোনা গেছে ক্যাটরিনার৷ তবে এ নিয়ে কখন মন্তব্য করেননি ভিকি ঘরণী৷
ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে সলমন খানের বিপরীতে 'টাইগার৩'- ছবিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে৷ ইন্ডাস্ট্রি সূত্রে জানা যাচ্ছে, আপকামিং ছবির প্রমোশনেই নাকি সুখবর দেবেন ক্যাট, তবে এবিষয়ে কিছুই জানা যায়নি৷