বিশ্বকাপের আগে বড় চিন্তা দূর হল টিম ইন্ডিয়ার।

ঋষভ পন্থ দুর্ঘটনার কবলে পড়ায় চিন্তা বেড়েছিল টিম ইন্ডিয়ার।

তার জায়গায় আসন্ন বিশ্বকাপে কাকে খেলানো হবে তা নিয়ে চলছিল জল্পনা।

কখনও ভাবা হয়েছে কেএল রাহুলের নাম, কখও আবার ইশান কিশানের সময়।

কিন্তু শেষ সমস্যা ভারতীয় টিম ম্যানেজমেন্টের অনেকটাই দূর হল মনে করা যায়।

এশিয়া কাপের প্রথম ম্যাচে প্রবল চাপের মধ্যে ৮২ রানের ঝকঝকে ইনিংস খেলেন ইশান।

চাপের মুহূর্তে দায়িত্ব নিয়ে যে ইনিংসটা খেলেন ইশান তার প্রশংসায় ক্রিকেট বিশ্ব।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ৩টি ওডিআইতেও হাফ সেঞ্চুরি করেছেন ইশান।

দায়িত্ব নিয়ে ব্যাট করার পাশাপাশি বড় শট খেলতেও পারদর্শী ইশান। সঙ্গে ভারতের বাঁ হাতি ব্যাটারও বাড়বে।

ফলে এই সকল কারণেই মনে করা হচ্ছে আসন্ন বিশ্বকাপে কিপার-ব্যাটার হিসেবে ইশানের খেলার সম্ভাবনা বেশি।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন