জিলিপি খেতে কে না ভালবাসে! বাচ্চা থেকে বুড়ো, অনেকেরই ফেভারিট।
দিনে হোক বা সন্ধেবেলা, জিলিপি হলে আর কী চাই!
তবে জিলিপি সম্পর্কে আজ আমরা আপনাদের একটি অজানা তথ্য দেব।
অনেকেই হয়তো জানেন না, জিলিপির জন্ম ভারতে নয়।
জিলিপি ভারতের যে কোনও রাজ্যে সহজেই পাওয়া যায়।
জিলিপি কোন দেশের, তা নিয়ে মতভেদ আছে।
অনেকেই বলেন, জিলিপির জন্ম আসলে আরব দেশে।
তবে প্রমাণসাপেক্ষে বলা যায়, জিলিপির জন্ম ইরানে।
প্রায় ৫০০ বছর আগে জিলিপি ভারতে আসে।
জিলিপিকে ভালবেসে ফেলে ভারতীয়রা। সেই ভালবাসা আজও অটুট।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন