বলিউডের প্রথম সারির নায়িকা কঙ্গনা রানাওয়াত৷ এবার তিনি লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী৷ হিমাচল প্রদেশের মান্ডি থেকে তিনি নির্বাচনে লড়ছেন৷ শুরু হচ্ছে তাঁর রাজনৈতিক কেরিয়ার৷

তিনি সবসময় লড়াকু৷ তাঁর বলিউডে পা দেওয়ার মধ্যেই রয়েছে কঠিন লড়াইয়ের গল্প৷

তিনি সবসময় লড়াকু৷ তাঁর বলিউডে পা দেওয়ার মধ্যেই রয়েছে কঠিন লড়াইয়ের গল্প৷

২০০৬ সালে অনুরাগ বসুর ছবি গ্যাংস্টার দিয়ে অভিনয়ের কেরিয়ার শুরু কঙ্গনার৷ একাধিক ছবিতে অভিনয় করেছেন৷ পেয়েছেন জাতীয় পুরস্কারও৷

২৩ মার্চ ১৯৮৭-এ জন্মগ্রহণ করেন কঙ্গনা৷ তাঁর মা একজন সাধারণ স্কুল শিক্ষিকা, বাবা ছিলেন ব্যবসায়ী৷ বাড়ির থেকে লুকিয়ে তিনি মুম্বই আসেন বলিউডে কাজ করার জন্য৷

কত সম্পত্তির মালিক তিনি? খুব স্বাভাবিক ভাবেই ভোট প্রার্থীদের থেকে এই তথ্য চাওয়া হয়৷ শোনা যাচ্ছে কঙ্গনার মোট সম্পত্তির পরিমাণ ৯৫ কোটি টাকা৷

একটি ছবিতে অভিনয় করার জন্য ১৫ থেকে ২৫ কোটি টাকা পারিশ্রমিক নেন অভিনেত্রী৷ ইদানিং তিনি পরিশ্রমিক হিসেবে নিচ্ছেন ২৪ কোটি টাকা৷

ফিল্মের পাশাপাশি বহু ব্র্যান্ডের সঙ্গে জুড়ে রয়েছে তাঁর নাম৷ বিজ্ঞাপন থেকে প্রায় ৩-সাড়ে ৩ কোটি টাকা উপার্জন করেন তিনি৷ এ ছাড়া তিনি একজন পরিচালক ও প্রযোজক, যা তার আয়ও বাড়িয়েছে।

হিমাচল প্রদেশের মানালিতে কঙ্গনার প্রসাদোপম বাংলোর দাম প্রায় ২৫ কোটি৷ এছাড়া মুম্বইতে রয়েছে তাঁর অ্যাপার্টমেন্ট, যার দাম প্রায় ১৫ থেকে ২০ কোটি৷ পালি হিলসে রয়েছে একটি অফিস, যার দাম আনুমানিক ৪০ কোটি টাকা৷

গাড়ির শৌখিন কঙ্গনার কাছে রয়েছে দামি গাড়ি৷ BMW 7 সিরিজ, Mercedes Benz GLE SUV, একটি Audi Q3 এবং Mercedes Maybach S-Class-র মতো বিলাসবহুল গাড়ি৷

বিয়ের পর পুরনো Aadhaar  বাতিল হয়ে যাবে ?