আজকাল স্মার্টফোন ছাড়া একটা দিনও কাটানো অসম্ভব অনেকের পক্ষেই।
ফোন এখন রোজকার জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস।
তবে আমরা অনেকেই নিজেদের ছোট ছোট ভুলে এই দরকারি জিনিস খারাপ করে ফেলি।
স্মার্টফোন সব সময় কিছু জিনিস থেকে দূরে রাখতে হয়।
চড়া রোদে কখনও ফোন যেন বেশিক্ষণ না থাকে! তাতে অনেক পার্টসে প্রভাব পড়তে পারে।
খুব বেশি ধুলোবালি আছে এমন জায়গায় ফোন রাখা চলবে না।
যে কোনও রকম চুম্বক থেকে ফোন সব সময় দূরে রাখতে হবে।
কোনওরকম ধারালো জিনিসের কাছে ফোন রাখা ঝুঁকিপূর্ণ।
ফোনে সব সময় অরিজিনাল চার্জার ব্যবহার করা ভাল।
সস্তার ডেটা কেবল বা অ্যাডাপ্টার ব্যবহার ফোনের ক্ষতি করতে পারে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন