পৃথিবীর একমাত্র সাপ যে বাসা বানায়!

পৃথিবীর একমাত্র সাপ যে বাসা বানায়!

বাসা বানায় কোন প্রাণী? উত্তর হিসাবে প্রথমে যা ঠোঁটের গোড়ায় আসবে, তা হল পাখি৷ খড়কুটো, শুকনো ডাল, পাতা দিয়ে ধীরে ধীরে অতি কষ্টে গড়ে তোলে নিজস্ব নীড়৷

কিন্তু, জানেন কি, এমন এক সাপও আছে, যে নিজের সন্তানদের জন্য বাসা বানায়? জানেন তার কথা?

সেই সাপ হল কিং কোবরা৷ ভারতের শিবালিক, তরাই অঞ্চল বিশেষত উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, অসম, মেঘালয়, পূর্বঘাট পর্বতমালা অঞ্চলে কিং কোবরার দেখা মেলে৷ 

একটি পূর্ণাঙ্গ কিং কোবরা ৩ থেকে ৪ মিটার পর্যন্ত লম্বা হতে পারে৷ আচারে-ব্যবহারে রীতিমতো রাজকীয়৷

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই সাপ প্রথমে এমন একটা জায়গা বেছে নেয় যেখানটা বেশ স্যাঁতস্যাতে৷ যেখানে প্রচুর পচে যাওয়া পাতা পড়ে রয়েছে৷ সাধারণত, কোনও বড় গাছের নীচে বা বাংশ বনে এমন শুকনো এবং পচে যাওয়া পাতার স্তূপ চোখে পড়ে৷

এই স্তূপ ধীরে ধীরে ৩ ফুট ব্যাসার্ধের এবং ৩০ সেন্টিমিটার উঁচু হলেই সাপটি স্তূপের ভিতরের দিকে চলে গিয়ে ডিম পাড়তে শুরু করে৷

স্ত্রী কিং কোবরা সাধারণত একবারে ২০ থেকে ৪০টি ডিম পাড়ে৷ ডিম পাড়ার পরেও মা সাপটি সেখান থেকে চলে যায় না৷ উপরন্তু বাসার উপরে আরও শুকনো পাতা জড়ো করে তা লম্বায় বাড়াতে থাকে৷

কোনও কোনও কিং কোবরা প্রায় ৪-৫ ফুট উঁচু বাসা বানায়৷ তারপর সেই বাসার উপরে কুণ্ডলী পাকিয়ে বসে থাকে৷ বাসা পাহারা দেয়৷ ডিম ফুটে গেলে, মা কোবরা বাসা ত্যাগ করে চলে যায়৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন