এই ৫ উপায়ে তুলুন কড়াইয়ের নীচে জেদি কালো দাগ

রান্না করতে অনেকেই ভালবাসে কিন্তু বাসন মাজতে পচ্ছন্দ করেন না অধিকাংশ মানুষই।

রান্নার পর কড়াইয়ের নীচে তেলচিটে কালিই বলুন, কি পুড়ে যাওয়া কালো দাগই বলুন, সে পরিষ্কার করা মানে যেন এক বিশাল পর্ব!

জেনে নিন কড়াইের নীচে পড়া কালি দূর করার চটজলদি টিপস-

কড়াইয়ের নীচের কালি  দূর করার জন্য বেকিং সোডা ব‍্যবহার করতে পারেন। যে-কড়াইটি পরিষ্কার করতে চান, তাতে হালকা গরম জল করে বেকিং সোডা দিন।

বাসন মাজার জন্য যে লিকুইড সাবান ব্যবহার করেন, সেটি কড়াইয়ের কালো অংশে দিন, তারপর সেখানে সামান্য জল দিন। এবার অ্যালুমিনিয়াম ফয়েলের একটি ছোট অংশ ছিঁড়ে বলের মতো পাকিয়ে নিয়ে তাই দিয়ে সাবান ঘষুন।

More Stories.

নতুন বাসনে দামের স্টিকার? স্ক্র্যাচ ছাড়াই সেটি তোলার সেরা উপায় জেনে নিন!

জমজমাট সন্ধে, রঙিন সন্ধে! গানের বিটে বিটে কোমর দুলিয়ে কাঁপালেন সোশ্যাল মিডিয়া, ভিডিও দুর্বার গতিতে ভাইরাল

গাড়ির ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিয়ম বদলাচ্ছে! সরকারের বড় সিদ্ধান্ত

পাতিলেবু আমাদের সকলের বাড়িতেই থাকে। তাছাড়া এর দামও খুব একটা বেশি হয় না। কড়াইয়ের নীচের কালি, নোংরা, তেল ইত্যাদি যে-কোনও দাগ তোলার জন্য লেবু খুব কার্যকরী।

ভিনিগারে থাকা অ্যাসেটিক অ্যাসিড খুব সহজে কড়াইয়ের কালো দাগ দূর করতে পারে। রান্না করতে গিয়ে যদি আপনার কড়াই পুড়ে যায়, তাহলে তাতে অল্প ভিনিগার দিয়ে রেখে দিন।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

বাগদান পর্ব সারলেন সারেগামাপা খ‍্যাত গায়িকা, ছবি ভাইরাল হতেই শুভেচ্ছার ঢেউ!