অযোধ্যার জমি কিনতে চাইলে এই বিষয়গুলি মাথায় রাখুন

বর্তমানে সরকার টাউনশিপ ও বেসরকারি হোটেলেরও ব্যবস্থা করেছে৷

লখনউ-গোরক্ষপুর হাইওয়ে, রিং রোডের কয়েকটি অংশে জমি কেনা সম্ভব৷ 

তবে আগের থেকে অযোধ্যায় জমির দাম বেড়েছে প্রায় ১০ শতাংশের মতো৷ 

রাম মন্দির তৈরি হওয়ার পরবর্তীতে এই দামবৃদ্ধি বলে জানিয়েছেন অনেকে৷

অযোধ্যায় ফ্ল্যাটের চাহিদা অনেকটাই বেড়েছে৷ বহুতলের ফ্ল্যাটের চাহিদা বেড়েছে৷ 

অযোধ্যা ডেভলপমেন্ট অথোরিটি ৮০ একরের একটি হাউজিং প্লট পরিকল্পনা করেছে৷

রাম মন্দির তৈরির পর প্রচুর পরিমাণে পর্যটকের সংখ্যা অযোধ্যায় বাড়বে বলে মনে করা হচ্ছে৷ 

এই IAS অফিসারের জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়াতেও তুঙ্গে