ঘরে বসেই আধার কার্ড আপডেট

গ্যাস বুকিং থেকে ট্রেন, নিয়োগকরণ সবকিছুতেই আধার কার্ডে থাকা তথ্যই গুরুত্ব পায়।

UIDAI এক নতুন নির্দেশিকায় জানিয়েছে, যে সব নাগরিকরা আধার কেন্দ্রে আসতে পারছেন না, তাঁরা এখন তাঁদের বাড়িতে বসেই আধারের কাজ করতে পারবেন।

বাড়িতে এই সুবিধা নিতে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে।

এই ধরনের ব্যক্তিদের প্রথমে তাঁর পরিবারের মাধ্যমে নিকটস্থ আধার সেবা কেন্দ্রে আবেদন করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে ডাক্তারের মেডিকেল সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র বা প্রতিবন্ধী সার্টিফিকেট জমা দিতে হবে।

আবেদনের অনুমোদনের পরে, ইউআইডিএআই আধিকারিকরা কিট চলাচলের অনুমতি দেবেন।

অনুমতি পাওয়ার পরে, অপারেটর নির্দিষ্ট তারিখ এবং সময়ে আধার আপডেটের কিট নিয়ে বাড়িতে যাবেন ।

তবে এর জন্য নাগরিকদের অতিরিক্ত চার্জ দিতে হবে।

সাধারণ ফি ছাড়াও, বাড়িতে আধারের কাজ করার জন্য অতিরিক্ত ৭০০ টাকা চার্জ করা হবে।

এছাড়া ডেমোগ্রাফিক আপডেটের জন্য ৫০ টাকা এবং বায়োমেট্রিক আপডেটের জন্য ১০০ টাকা আলাদা ভাবে দিতে হবে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন