টমেটোর দাম কেন আকাশছোঁয়া?

সবার মনেই প্রশ্ন, কেন টমেটোর দাম এত বেশি৷

খুচরো বাজারে টমেটোর দাম ২০০ টাকা কেজি৷

মেনু থেকে টমেটো বাদ দিচ্ছে নামী রেস্তোরাঁও৷

দক্ষিণ ভারতে অতিরিক্ত বৃষ্টিতে ফসল নষ্ট হয়েছে৷

বিশেষত টমেটোর ফলনে বিরাট প্রভাব পড়েছে৷

এ ছাড়াও দেরিতে বৃষ্টি, অতিরিক্ত গরমও দায়ী

খরিফ মরশুমে টমেটোর ফলন ভাল হলে দাম কমতে পারে৷

 নতুন টমেটো বাজারে আসতে মাঝ অগাস্ট হয়ে যাবে৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন