কেক অনেক রকম ফ্লেভারের হয়। কিন্তু প্যাস্ট্রিতে আগে বিশেষ ফ্লেভার পাওয়া যেত না। এখন প্যাস্ট্রিও অনেক রকম ফ্লেভারের হয়
কেক আইসিং ছাড়াও হতে পারে, আবার আইসিং থাকতেও পারে। কিন্তু প্যাস্ট্রি মাত্রেই আইসিং থাকবেই
কেক-এর ডেকরেশন ও কালারিং খুবই গুরুত্বপূর্ণ। অনেক ভেবেচিন্তে, যত্ন নিয়ে করা হয়। প্যাস্ট্রিতে বিশেষ ডেকরেশন থাকে না
কেক প্যাস্ট্রির তুলনায় অনেক বেশি পুষ্টিকর। কেকের ব্যবহার প্যাস্ট্রির থেকে অনেক বেশি, তাই সব শেষে বলা যেতে পারে সব প্যাস্ট্রই কেক, কিন্তু সব কেক প্যাস্ট্রি নয়
কেক না পেস্ট্রি? কোনটা খাচ্ছেন, পার্থক্য কীভাবে বুঝবেন!