কোন সাপের বিষ আছে? কোন সাপের বিষ নেই? চোখে দেখে বুঝবেন কীভাবে, জেনে নিন উপায়
চলছে বর্ষার মরশুম। এই সময় গ্রামাঞ্চলে বাড়ে সাপের উপদ্রব। প্রায়শই বাড়িতে সাপ ঢোকে অনেকের।
ছোবল দেওয়ার খবর সামনে আসে। বর্ষাকালে গ্রামে সাপ আতঙ্কের অন্যতম কারণ হিসেবেই মনে করা হয়।
গ্রাম বাংলায় বর্ষায় মূলত চার ধরনের বিষধর সাপ রয়েছে যেগুলির ছোবল ভয়ঙ্কর হতে পারে।
সেই তালিকায় রয়েছে গোখরো, কেউটে, চন্দ্রবোড়া ও কালাচ বা কালচিতি সাপ। এবার জেনে নিন বিষাক্ত সাপ চেনার উপায়।
বিষাক্ত সাপের চোখের মণি লম্বাটে হয়, বিষাক্ত সাপের লম্বাটে বিষ দাঁত থাকে। কামড়ের সময় এই বিষদাঁত বসিয়ে দেয় সাপ।
বিষহীন সাপের চোখের মণি গোলাকার হয় ও এদের দাঁত থাকলেও বিষগ্রন্থি থাকে না, অনেক সময় দাঁত লম্বাটে হয় না।
এছাড়া বিষধর সাপের মাথা সাধারণত ত্রিভূজাকার হয় ও বিষহীন সাপের মাথা বেশিরভাগ গোলাকার হয়।
তবে সাপ ছোঁবল দিলে বেশিরভাগ সময় সেই সাপ বিষধর না বিশহীন তা দেখার সুযোগ হয় না।
তাই সাপ ছোঁবল দিলে কোনও ওঝা বা তান্ত্রিকের কাছে না নিয়ে গিয়ে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোই ভাল।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন