Train-এর বাংলা কী? উত্তর অজানা অনেকের কাছেই।
ভারতীয় রেলকে দেশবাসীর লাইফ লাইনও বলা হয়ে থাকে। ভারতীয় রেল বিশ্বের চতুর্থ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক।
Fill in some text
রেলকে প্রধান পরিবহণ হিসেবে ব্যবহার করলেও ভারতীয় রেলের এমন অনেক বিষয় রয়েছে যা আমাদের অজানা।
তেমনই একটি বিষয় হল Train-এর বাংলা কী? অনেকে রেল বললেও তা কিন্তু সঠিক নয়। Train-এর বাংলা অনেকেরই অজানা।
ট্রেন শব্দটি এসেছে ফরাসি শব্দ ট্রেনার থেকে। ইংরেজিতে ট্রেন শব্দটি সাধারণত এক ধরণের পরিবহণকে বোঝাতে ব্যবহার করা হয়।
যা ট্র্যাক বা লাইনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাত্রী বা পণ্য পৌছে দিয়ে থাকে। সেখান ট্রেন বলা শুরু বলে মনে করা হয়।
আমাদের দেশেও ট্রেন বা রেল বলা হয়ে থাকে। কিন্তু Train-এর বাংলা কি তা আমাদের মধ্যে বেশির ভাগ মানুষের কাছেই অজানা।
যেহেতু চলতি ভাষায় ট্রেন বা রেল ব্যবহার করা হয় বলে এর বাংলা জানার খুব একটা প্রয়োজনীয়তা অনুভব করা হয় না।
তবে Train- এর বাংলা রয়েছে। আর জেনারেল নলেজ হিসেবে সেটা জেনে রাখা ভালো। তাহলে আপনিও তা অন্যকে জিজ্ঞেস করতে পারবেন।
ট্রেনের বাংলা হল ‘লৌহপথগামিনী’ বা ‘লৌহশকট’। তাহলে এবার আপনি অন্যদের জিজ্ঞেস করে দেখুন তো।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন