Fill in some text
পাথরগুলি অমসৃণ, এবড়ো-খেলড়ো, ছোট-বড়ো হয়। তাই পাথরগুলি একে অপরের সঙ্গে আটকে যায়। একই মাপের বা মসৃণ হলে তা হত না।
পাথর থাকায় রেনলাইন মাটি থেকে একটু ওপরে অবস্থান করে। তাই অতিরিক্ত বৃষ্টিতে লাইন যাতে ডুবে না যায় সে কারণে পাথর দেওয়া থাকে।
ফলে রেললাইনেলর ভারসাম্য রক্ষা করতে ও রেল চলাচলের সময় দুর্ঘটনা এড়াতে এই পাথরগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ।