বাসের গায়ে চালকের দরজায় কেন পাইলট লেখা থাকে?

কলকাতার রাস্তায় যে সব বাস দেখা যায়, তাদের গায়ে বাস চালকের দরজায় পাইলট লেখা থাকে

কখনও এই বিষয়টি আপনার মনে প্রশ্ন জাগিয়েছে, কেন লেখা থাকে পাইলট?

গুগলে এই প্রশ্নের উত্তরে জানা গিয়েছে। অসংখ্য যাত্রীর জীবন ও সুরক্ষার যোগ রয়েছে এই নামে

দ্রুততার সঙ্গে গাড়ি চালানো হয় বলে বাস চালক ও বিমান চালকের কাজের প্রাথমিক দায়িত্ব মোটামুটি এক

পাইলট কথার সহজ অর্থ হল এমন একজন যিনি স্টিয়ারিং বা গাইড করেন

চালক এই কাজটিই মূলত করেন এবং তার সঙ্গে থাকে বহু মানুষের প্রাণ বাঁচিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব

ওই রাস্তায় যাতায়াত করা অন্য যানবাহনের সুরক্ষিত যাতায়াতের প্রতিও সমান দায়িত্ব থাকে একজন চালকের

ফলে বিমান চালক ও বাস চালক, দু'জনের কাজের গুরুত্বই প্রাথমিক ভাবে এক। তাই সম্মান জানিয়ে এটা লেখা হয়।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন