সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে বিয়ের নিয়ম ও আচারে। আগে যেখানে কনেরা শুধু লাল রঙের পোশাক পরতেন এখন কনেদেরও হালকা রঙের লেহেঙ্গায় দেখা যাচ্ছে।
জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী, লাল রং শুভ। হিন্দু রীতি অনুযায়ী বিয়ের মতো শুভ অনুষ্ঠানের জন্য লাল, হলুদ ও গোলাপি রং অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
যদি লাল রঙের লেহেঙ্গা বা পোশাকের পিছনে বৈজ্ঞানিক কারণ দেখি, তাহলে এই রং শক্তির উৎস। লাল রংকে শক্তির উৎস হিসেবে বিবেচনা করা হয়।
ভারতীয় বিশ্বাসে লাল রঙের এত গুরুত্ব থাকলেও কিছু রংকে নিষিদ্ধ করা হয়েছে বিয়ের মত শুভ অনুষ্ঠানে।
এসব রঙের মধ্যে নীল, বাদামী ও কালো রং নিষিদ্ধ। আসলে, এই রঙগুলি হতাশার প্রতীক বলে মনে করা হয়।
আর সেই কারণেই শুভ কাজে এই রঙ নিষিদ্ধ করা হয়েছে। এই রং নেতিবাচকতা বাড়ায়। এ কারণে বিয়ের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কনেদের এসব রং থেকে দূরে রাখা হয়।