আঙুল ফাটানোর অভ্যেস ভাল না খারাপ?

এর ফলে হাড়ের ক্ষয়-আর্থারাইটিসের ভয়, নাকি জাস্ট আরাম?

বিশেষজ্ঞদের দাবি শুনলে আপনি কিন্তু চমকে যাবেন

অনেকে ভাবেন আঙুলের জড়তা ছিল তা মটকানোর পরই অনেক স্মুথ হয়ে গেল

আঙুল মটকানো একেবারেই ভাল নয়। এর থেকে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে

আঙুল হাড়ের যে সন্ধিগুলি থাকে তার চারপাশে এক ধরনের তরল থাকে

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ওই তরলকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়

ওই তরলের মধ্যে তৈরি হয় বুদবুদ। যা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই ফেটে যায়

এই অভ্যাস নিয়ন্ত্রণে না থাকলে ক্রমশ আঙুলের অস্থিসন্ধিগুলি দুর্বল হয়ে পড়ে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন