রাজবাড়ির জগদ্ধাত্রী তামসিক রূপে পূজিত হন

রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোর একটি ইতিহাসও রয়েছে

জানা যায়, ১৭৫৪ সালে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রকে কর বাবদ এক লাখ টাকা রাজকোষে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন নবাব আলিবর্দি খাঁ

নবাবের হুকুম মতো সেই টাকা দিতে পারেননি রাজা কৃষ্ণচন্দ্র

তাঁকে বন্দি করেছিলেন নবাব

কিন্তু দশমীর দিন সেই টাকা নবাবকে দিয়ে নিস্তার পেয়েছিলেন এবং কারাগার মুক্ত হয়েছিলেন

কারাগার থেকে মুক্তি পেয়ে মুর্শিদাবাদ থেকে জলপথে নৌকো করে ফিরছিলেন

ফেরার পথে মনমরা অবস্থায় ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র

মহারাজ কৃষ্ণচন্দ্রকে দেবী স্বপ্নাদেশ দেন কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে তাঁকে কুমারী রূপে পুজো করতে