পাতার ঝার থেকে বেরিয়ে রয়েছে লাল টকটকে ঠোট। যে পেলেই আপনাকে চুমু দেবে। এমন ফুল দেখেছেন?

দক্ষিণ ও মধ্য আমেরিকার অরণ্যে গিয়ে থাকেন তাহলে সেখানেই দেখা মিলবে এই অদ্ভূত সুন্দর ফুলের।

কী সুন্দর প্রকৃতির সৃষ্টি। এই ফুলের সবথেকে প্রচলিত নাম হুকার্স লিপস। এছাড়াও এদের একাধিক নাম রয়েছে।

এই ফুলের আসল নাম সাইকোট্রিকা এলাটা অনেকে এই ফুলটিকে হুকারস লিপস, দ্যা হট লিপস বলেও ডেকে থাকেন।

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া, কোস্টারিকা, পানামা এবং ইকুয়েডরে এ ধরনের ফুল সবচেয়ে বেশি দেখা যায়।

More Stories.

দেখে নিন UPI-এর মাধ্যমে পিন ফ্রি পেমেন্ট করার উপায়

মোবাইলের নেশায় পড়াশুনা-ঘুম-কাজ শিকেয়! অভ্যাস কাটবে এক লহমায়! হাতের মুঠোয় লুকিয়ে উপায়

গাড়ির ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিয়ম বদলাচ্ছে! সরকারের বড় সিদ্ধান্ত

দেখে মনে হবে চুমুর আবেদন জানাচ্ছে ফুলটি। একবার দেখলে চোখ ফেরানো যাবে না এই ফুলের সৌন্দর্য থেকে।

এই ফুলটির আরও একটি চমক রয়েছে। লাল ঠোটের মত অংশটি কিন্তু ফুলেপ প্রধান অংশ নয়। কারণ প্রথমে বের হয় পুষ্পমঞ্জরিটি।

প্রচুর রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় হুকার্স লিপস। লাতিন আমেরিকার দেশগুলোতে এর বেশ কদর রয়েছে ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ হিসেবে।

স্থানীয় লোকজন হুকার্স লিপসের পাতা ও বাকল চামড়ার ফুসকুড়ি, কফ, কানের ব্যথা, হাঁপানির ওষুধ ইত্যাদি উপশমে প্রতিষেধক হিসেবে কাজে লাগান।

অন্যদিকে ভ্যালেন্টাইনস ডের উপহার হিসেবে মনের মানুষকে খুশি করার জন্য এই ফুলের স্টিক বা বুকেরও যথেষ্ট কদর রয়েছে এর কদর ব্যাপক।

নিজেকে সব সময় ক্লান্ত মনে হয়? ৫ খাবারেই মিলবে সমাধান