এই ফোনগুলিতে আর চলবে না Whatsapp!

একাধিক পুরনো অ্যান্ড্রয়েড ভার্সানে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ হয়ে যাবে ৷ 

বর্তমানে হোয়াটসঅ্যাপ সেই সমস্ত অ্যান্ড্রয়েড ফোনে কাজ করছে যার ভার্সান ৪.১ বা তার থেকে নতুন ৷

তবে ২৪ অক্টোবর থেকে কেবল অ্যান্ড্রয়েড ৫.০ বা নতুন ভার্সান থাকা ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে ৷

আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে iOS 12 বা তার বেশি ভার্সান থাকা ফোনে কাজ করবে হোয়াটসঅ্যাপ ৷

More Stories.

WhatsApp-এ ডিলিট করা মেসেজ কীভাবে পড়বেন ? জেনে নিন সহজ উপায়...

লক করার পরে Aadhaar Card আর আনলক করতে পারছেন না? জেনে নিন এবার কী করবেন

মাসে ২ লাখ টাকা পেনশন চান? কত টাকা এনপিএসে বিনিয়োগ করতে হবে দেখে নিন

লিস্টে থাকা বেশিরভাগ ফোনের মডেল পুরনো যার ব্যবহার বেশিরভাগ মানুষ আজকাল আর করে না ৷

আপনার কাছে এরকম কোনও ফোন থাকলে নতুন ফোন কেনার চিন্তা-ভাবনা শুরু করে দিন ৷

শুধু হোয়াটসঅ্যাপ নয়, পুরনো অপারেটিং সিস্টেম আরও একাধিক অ্যাপ সাপোর্ট করবে না ৷

কীভাবে বুঝবেন আপনার ফোনে কোন অপারেটিং সিস্টেমে চলছে ?

আপনার ডিভাইসের সেটিংস মেনুতে গিয়ে চেক করতে হবে ৷ এরপর About Phone এ ক্লিক করতেই সফ্টওয়্যার ডিটেল জেনে যাবেন ৷