ফণি ভূষণ কুন্ডুর বিখ্যাত রসগোল্লা ও পান্তুয়া!

সুনামের সঙ্গে প্রায় ১৩৫ বছর অতিক্রান্ত

সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন তাজা মিষ্টির জন্য খরিদ্দার এসে ভিড় জমায় ফণি কুন্ডুর দোকানে

বিশেষ পুজো অনুষ্ঠানে এমন ঘটে সকাল থেকে কয়েক ঘণ্টা পার হতে না হতেই শেষ হয় কুন্ডুর রসগোল্লা পান্তুয়া

বর্তমান সময়ে ফণি ভূষণ কুন্ডুর নাতি ও তার ছেলেরা, চার পুরুষ ধরে দোকান চালাচ্ছেন

ছ'টাকা ও দশ টাকা মূল্যে রসগোল্লা ও পান্তুয়া পাওয়া যায়

বিক্রেতা সমীর কুন্ডু জানান, দোকানে পুরনো ঐতিহ্য বজায় রয়েছে আজও

খরিদ্দার রাজকুমার শেঠ জানান,  ছোটবেলা থেকে এই কুন্ডুর দোকানে মিষ্টি খাচ্ছি

এই দোকানের স্ট্যান্ডার্ড  একেবারে আলাদা

স্বাদে গন্ধে পুরনো ছন্দে কুন্ডুর মিষ্টির দোকান

মিষ্টির গুণগত মান এতটাই ভাল স্থানীয়দের আত্মীয়রা পর্যন্ত কুন্ডুর পান্তুয়া ক্ষেতে চায়