রোজ খান মাখানা স্মুদি বা রায়তা, কমবে ওজন

ভারতের অনেক অংশে রান্নায় পদ্মবীজ বা মাখানা খুবই প্রচলিত

ফাইবারসমৃদ্ধ মখানা লো-ক্যালরির। তাই ওজন না বাড়িয়ে খিদে মেটাতে এই খাবার জুড়িহীন

ডায়েটে পদ্মবীজ বা মখানা থাকলে ত্বক টানটান থাকে। ত্বকে চট করে বয়সের ছাপ পড়ে না।

কিন্তু আমরা অনেকেই জানি না প্রতিদিন কীভাবে নিজেদের ডায়েটে মাখানা যোগ করব। 

প্রতিদিন সকালে পুষ্টিকর নন-ডেইরি ব্রেকফাস্ট স্মুদির তৈরি করা যেতে পারে মাখানা দিয়ে

ভাজা মাখানা, আপেলের টুকরো, শুকনো নারকেল, খেজুর দিয়ে বানাতে পারেন এই স্মুদি। 

মাখানা, দই, আখরোট এবং অল্প মসলা ব্যবহার করে ডায়েট-স্পেশাল রায়তা তৈরি করতে পারেন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন