ময়দা কেন ‘সাদা বিষ’:  স্বাদে অপূর্ব হলেও ময়দার ক্ষতিকর প্রভাব একাধিক।

ময়দা কেন ‘সাদা বিষ’: শরীরের উপর বহু কুপ্রভাব। বলেছেন পুষ্টিবিদ নূপুর পাতিল।

ময়দা কেন ‘সাদা বিষ’: নানা প্রক্রিয়ার জেরে ময়দার সব খাদ্যগুণ লোপাট হয়ে যায়।

ময়দা কেন ‘সাদা বিষ’: বেশিক্ষণ পেট পরিপূ্র্ণ রাখতে পারে না। ফলে বার বার খাওয়ার প্রবণতা লেগেই থাকে। ওজনবৃদ্ধির আশঙ্কা থাকে।

ময়দা কেন ‘সাদা বিষ’: কার্বোহাইড্রেটস প্রচুর। গ্লাইসেমিক ইনডেক্স বেশি। ডায়াবেটিস রোগীদের ডায়েটে থাকা খুবই ক্ষতিকারক।

ময়দা কেন ‘সাদা বিষ’: ভিটামিন, মিনারেলসহীন ময়দার মধ্যে থাকে ব্লিচিং উপাদান। পেটের স্বাস্থ্যের জন্য এটা হানিকারক।

ময়দা কেন ‘সাদা বিষ’: সোডিয়াম মেটা বাইসালফেট এবং বেনজোনিক অ্যাসিড অন্তঃসত্ত্বাদের শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে।

ময়দা কেন ‘সাদা বিষ’: ফাইবার না থাকায় ময়দা হজমে বিঘ্ন তৈরি করে। দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্য।

ময়দা কেন ‘সাদা বিষ’: এত ক্ষতিকারক দিকের জন্য ময়দাকে বলা হয় ‘সাদা বিষ’ বা হোয়াইট পয়জন। যত কম খাবেন, ততই ভাল।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন