এই নিয়মগুলো মানুন, আপনার ফোন টিকবে অনেকদিন

চার্জিং পোর্টের পিন ভেঙে যাওয়া বা বেঁকে যাওয়া অবস্থায় কখনই ফোনে চার্জ দেবেন না।

চার্জিং পোর্ট থেকে বিদ্যুৎ লিক করতে পারে, যা আপনার স্মার্টফোনের ভয়াবহ ক্ষতি করে দেওয়ার পক্ষে যথেষ্ট।

যে সংস্থার স্মার্টফোন সেই সংস্থার নির্দিষ্ট ব্র্যান্ডের জন্য তৈরি চার্জার দিয়ে ফোনে চার্জ দিন।

অন্য সংস্থার চার্জার বা বাজার চলতি লোকাল চার্জার কিনে কখনই ফোনে চার্জ দেবেন না।

More Stories.

'চা' তো 'চাইনিজ' শব্দ! বলুন তো হিন্দিতে চা-কে কী বলে? 'সঠিক' উত্তরটি চমকে দেবে, গ্যারান্টি!

সবুজ এই পাতায় যেন ম্যাজিক! অ্যান্টি-অক্সিডেন্ট-এ ভরপুর, পেটের ব্যথা হয় নিমেষে গায়েব

ব্লাড সুগার বশে রাখতে চান প্রাকৃতিক ভাবে? নিয়মিত পান করুন দারচিনির জল

মাঝে মাঝেই স্মার্ট ফোন চার্জে বসাবেন না। সকালে স্মার্টফোন চার্জে বসান এবং টানা সময় চার্জ দিয়ে তা ফুল চার্জ করে খুলে নিন।

সারাদিনে যদি একবার চার্জ দিলেই কাজ চলে যায় তবে সেটা সবচেয়ে ভাল।

চেষ্টা করবেন ফোনের চার্জ ২০ শতাংশের নিচে নামার পর সেটি আবার চার্জে বসাতে।