লোহার ছাঁটের যীশুখ্রীষ্টের মূর্তি

বড়দিনের আগে অভিনব যীশু খ্রীষ্টের মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিল পূর্ব বর্ধমানের এক যুবক ও তাঁর সঙ্গীরা।

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বড় কোবলা এলাকার এই যুবকের নাম রাজু বাগ। 

রাজু ও তার সঙ্গীদের তৈরি করা এই যীশুখ্রীষ্টের মূর্তির মূল উপাদান লোহার ছাঁট। 

ইতিমধ্যেই রাজু ও তার সঙ্গীদের তৈরি যীশুখ্রীষ্ট পাড়ি দিয়েছে ভিন রাজ্যেও। 

More Stories.

দিনের পর দিন রান্নার করে কড়াইয়ের নীচে কালি? ৫ উপায়ে দূর হবে জেদি দাগ

দেবের জন্মদিনে তিন-তিনটে কেক! বাবা-মা ও প্রেমিকার সঙ্গে মধ‍্যরাতে উদযাপন

বিলুপ্তপ্রায় গাঙ্গেয় ডলফিন সংরক্ষণে উদ্যোগী বন দফতর

 বর্তমানে ফেলে দেওয়া লোহার বিভিন্ন যন্ত্রাংশের সাহায্যে নানান সামগ্রী বানানোর কাজ করছে সে। 

 ইতিমধ্যেই হায়দ্রাবাদ তেলেঙ্গানা দিল্লি কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে তার তৈরি প্রায় ১৯০ পিস যীশু খ্রীষ্ট পাড়ি দিয়েছে।

রাজু বাগের কথায়, তিনি চেষ্টা করেছেন এই শিল্পটাকে  এলাকার ছেলেদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়।