বাঘের ডেরায় ম্যানগ্রোভ চাষ

আমরা জানি পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। 

ম্যানগ্রোভ অরণ্যের গুরুত্ব বুঝে বনদফতর এ বছর সুন্দরবনে প্রায় এক কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে।

পৃথিবীর সবথেকে বড় নার্সারি সুন্দরীকাটি ইকো কনজারভেশন ক্যাম্প রায়দিঘি রেঞ্জ দক্ষিণ ২৪ পরগণাতে অবস্থিত 

নার্সারীর চারিদিকে লাইলন জাল দিয়ে ঘিরে রেখেই তার মধ্যেই বনকর্মীরা এই ধরনের বিভিন্ন চারা গাছ তৈরি করছে। 

তবে এই নার্সারির ভিতরে বনকর্মীদের হাতে রাইফেল ও গলায় দূরবীন ঝুলাতে দেখা গিয়েছে।

এই আজমল মারি ৮ নম্বর জঙ্গল কোর এরিয়া এখানে যে কোন মুহূর্তে রয়েল বেঙ্গল টাইগার ঢুকে যেতে পারে। 

 বনদফতর ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় শুরু হয়েছে ম্যানগ্রোভ গাছের চারা লাগানোর কাজ।

এই কারণে স্বনির্ভর হয়ে উঠছে সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষেরা।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন