বিয়ের মরশুম শুরু। তবে নতুন জীবনে পা দেওয়ার আগে মানতে হয় অনেক রীতি।

যাতে কোথাও কোনও অশুভ ছোঁয়া না থাকে। সেই মতোই সম্পন্ন হয় বিবাহ।

কথায় বলে জন্ম-মৃত্যু-বিয়ে তিন বিধাতা নিয়ে।

এর মধ্যে জন্ম বা মৃত্যুতে সত্যিই মানুষের প্রায় কোনও হাত নেই বলা যায়।

কিন্তু বিবাহ এমন পদ্ধতি যা মানুষেরই হাতে, অন্তত আপাত দৃষ্টিতে সেটাই বাস্তব।

দোবোত্থনী একাদশী থেকে বিবাহের শুভ সময় শুরু হয়।

More Stories.

দেখে নিন UPI-এর মাধ্যমে পিন ফ্রি পেমেন্ট করার উপায়

মোবাইলের নেশায় পড়াশুনা-ঘুম-কাজ শিকেয়! অভ্যাস কাটবে এক লহমায়! হাতের মুঠোয় লুকিয়ে উপায়

গাড়ির ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিয়ম বদলাচ্ছে! সরকারের বড় সিদ্ধান্ত

বিয়ের আসরে ঢোকার মুখে যে গেট তৈরি হবে, তার মুখ যেন উত্তর বা উত্তর-পূর্ব দিকে থাকে।

বিয়ের আসরে ঢোকার মুখে যে গেট তৈরি হবে, তার মুখ যেন উত্তর বা উত্তর-পূর্ব দিকে থাকে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন