টানা ১০ দিন ধরে গণেশের এই পুজো করা হয়৷ চলতি বছর গণেশ চতুর্থীর পুণ্যলগ্ন শুরু হচ্ছে ১৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ থেকে। এই দিন থেকেই শুরু হবে গণেশের আরাধনা৷
গণেশ চতুর্থীর দিন কেউ মাটির গণেশ, কেউ অন্য ধাতুর আবার কেউ সোনা-রূপার ঘরে নিয়ে আসেন।
আচারিক জ্যোতিষী এবং ভাগবত আচার্য পন্ডিত রমেশ চন্দ্র শাস্ত্রী জানিয়েছেন, ধাতুর তৈরি গণপতি সবচেয়ে শুভ৷