এখনকার জাঙ্ক ফুডের মধ্যে ইয়ং জেনারেশনের সবথেকে পছন্দ বোধহয় মোমো।

৫০-৬০টাকায় পেট ভরানোর জন্য এর থেকে ভাল আর কিছু তো হয় না।

এখন আবার ফ্রায়েড মোমো, গ্রেভি মোমো, প্যান ফ্রায়েড মোমো সবই বেরিয়েছে।

তবে মোমো ভাজা হোক বা সেদ্ধ উভয়ই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কারা মোমো খাবেন না একবার জেনে নিন।

ওবেসিটির রোগীরা যত দ্রুত সম্ভব স্টিম এবং ফ্রায়েড মোমো খাবেন না।

মোমো খেলে পাইলস থেকে আলসার পর্যন্ত নানা সমস্যা দেখা দিতে পারে।

টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত রোগী যদি সপ্তাহে ৩-৪ টি ছোট আকারের মোমো খায়, তবে এটি কোনও উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না৷

অতিরিক্ত মোমো খেলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাবে৷

যেই সস মাখিয়ে মোমো খাওয়া হয়, তাতেও প্রচুর পরিমাণে নুন থাকে। অত্যধিক নুন খেলে ব্লাড প্রেশার বাড়ে।

বলুন তো দইয়ের ঘোল আর লস্যির পার্থক্য কোথায়? ৯০ শতাংশই কিন্তু উত্তর দিতে গিয়ে হিমশিম