মশা কাদের বেশি কামড়ায় জানেন?

লক্ষ্য করলে দেখা যাবে, মশার কামড় কিছু মানুষকে তুলনায় বেশি কামড়ায়। ভিড়ের মধ্যে বসে আছেন অনেকেই

কিন্তু দেখা যাচ্ছে, তার মধ্যে দু-একজনকেই ছেঁকে ধরেছে মশা। কেন এমন হয় জানেন?

গবেষণায় জানা যাচ্ছে, নির্দিষ্ট কয়েকটি গ্রুপের রক্ত বিশেষ করে পছন্দ মশাদের

এডিস মশাদের পছন্দ O ব্লাড গ্রুপের রক্ত। কিন্তু অ্যানোফিলিসদের পছন্দ AB গ্রুপের রক্ত

More Stories.

ভাল করে চিনুন পাতাগুলি, বাড়ির আশপাশেই রয়েছে এই লতানো গাছ! খেতে শুরু করলে ওষুধের খরচ কমবেই

কুমড়ো তো চেনেন, আর চাল কুমড়ো? বেশিরভাগই চেনে না-তাই কেনেও না! এর উপকারিতা জানলে রোজ খাবেন

ডাস্ট অ্যালার্জি মানে শুধু ধুলোবালি নয়, আপনার বিছানার চাদর-চুলে-ত্বকে বাসা বাঁধে এমন পরজীবী কীট! জানুন

চেহারায় যারা দেখতে বড় তাদের শরীর থেকে স্বাভাবিক ভাবেই তুলনায় বেশি কার্বন ডাই অক্সাইড বেশি বেরোয় অন্যদের থেকে। তাই এদের মশা বেশি কামড়ায়

মুখ ও নাক থেকে কার্বন ডাই অক্সাইড বের হয় বলেই মাথার উপর মশার ঝাঁক ঘুরতে দেখা যায়

মশারা নানা রকমের গন্ধ পায়। ঘাম থেকে নির্গত অ্যামোনিয়া, ল্যাকটিক অ্যাসিড, এর গন্ধ পায় এরা

ঘামের গন্ধের উপরেও নির্ভর করে, কাকে মশা বেশি কামড়াবে। যারা ঘামে বেশি তাদের বহু দূর থেকেই সহজে হদিশ পায় মশারা

গবেষণায় দেখা গিয়েছে, যারা জল খেয়েছে তাদের থেকে বেশি যারা বিয়ার খেয়েছে, তারাই মশাকে বেশি আকর্ষণ করে

একজনের ত্বকে কী পরিমাণ ব্যাকটেরিয়া আছে তার উপরেও মশার কামড় নির্ভর করে, সেই কারণেই পায়ে এবং গোড়ালিতে সবচেয়ে বেশি মশারা কামড়ায়

নিজেকে সব সময় ক্লান্ত মনে হয়? ৫ খাবারেই মিলবে সমাধান