সোনার থেকেও বেশি দামি, বিশ্বের সবথেকে দামি সবজির নাম ও দাম জানেন?
বাজারে গিয়ে আলু, পটল, লাউ, পেপের দাম একটু বাড়লেই আমাদের নাভিশ্বাস উঠে যায়।
কিন্তু এই বিশ্বে এমন এক সবজি রয়েছে যা বড় বড় ধনকুবেরদেরও কিনতে গেলে চিন্তায় পড়ে যান।
ওই মহামূল্যবান সবজির নাম হপ শুটস। বিশ্বের সবথেকে দামি সবজি বলা হয় তাকে।
এই সবজির এক কিলোর দাম শুনে চোখ কপালে উঠবে সকলের। সোনার দামের থেকেও বেশি।
বর্তমান বাজারে এক কিলো হপ শুটসের দাম ৮৫ হাজার থেকে ১ লক্ষ টাকা। সোনার ভরির থেকেও বেশি।
এই হপ শুটস প্রধানত উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ইউরোপের একটা অংশে হয়ে থাকে।
একটি ফুল যার পোশাকি নাম হপ শটস। আকারে খুব একটা বড় হয়না। ছোট আকার ও এর স্বাদ তিতকুটে।
এই সবজির দাম এতটা বেশি হওয়ার কারণ এর ঔষধি গুণ, পাশাপাশি এই সবজি বাজারে সহজে পাওয়াও যায় না।
ভারতে এখও পর্যন্ত বিশ্বের সবথেকে দামি সবজির চাষ খুব একটা দেখা যায় না। দু-একটা জায়গায় শুরু হলেও তা ব্যয়সাপেক্ষ।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন