মা-বাবার পরপর মৃত্যু, ‘নিম ফুলের মধু’-র পল্লবী যেন যোদ্ধা

‘নিম ফুলের মধু’র পর্ণা ওরফে পল্লবী শর্মার জীবন যেন বুকফাটা কান্নার মতো।

ক্লাস থ্রি-তে পড়াকালীন হঠাৎ জানা যায়, পল্লবীর মায়ের মাথায় টিউমার।

দাদা, বাবা তাঁর মাকে নিয়ে চেন্নাইতে চিকিৎসার জন্য ছোটাছুটি করতেন।

দু’বছর পর মৃত্যু হয় পল্লবীর মায়ের। তার পরই আইসিএসই-র প্রথম পরীক্ষার দিন সকালে বাবা চলে যান।

বাবার ইচ্ছাপূরণের জন্য পল্লবী পরীক্ষা দিতে যান। ফিরে এসে বাবার সৎকার করেন।

টিফিনে হবিষ্যি নিয়ে পরীক্ষার হলে ঢুকতেন। আত্মীয়রা তাঁর বিয়ে দিতে চেয়েছিলেন।

কিন্তু পল্লবী রাজি হননি। পড়াশোনা শেষ করে অভিনয় করতে চেয়েছিলেন।।

রক্তের সম্পর্ক না হলেও এক পিসির কাছে বড় হওয়া। সেই পিসির হাত ধরেই ইন্ডাস্ট্রিকে চেনা।

ছোটবেলায় ‘নদের নিমাই’, তারপর ‘দুই পৃথিবী’, ‘কে আপন কে পর’... আর ফিরে তাকাতে হয়নি।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন