বাড়িতে রয়েছে আদরের পোষ্য, এই গাছগুলি ভুলেও রাখবেন না, হতে পারে মারাত্মক পরিণতি
পোষ্যরা হয়ে ওঠে পরিবারের একজন। তাদের খাবার, স্বাস্থ্য ও যত্ন নিয়ে কৌতুল থাকে পরিবারের সদস্যদের।
তবে বেশির ভাগ মানুষই ওয়াকিবহাল নয় যে ঘরে পোষ্য থাকলে কোন গাছ লাগানো যায় আর কোন গাছ যায় না।
বাড়িতে পোষ্য থাকলে আইভি গাছ একেবারেই লাগানো উচিৎ নয়। তা পোষ্যর জন্য খুবই ভয়ঙ্কর হতে পারে।
পাতা যদি কোনওরকমভাবে খেয়ে ফেলে বাড়ির পোষ্য তাহলে পেটে ব্যথা, ডায়েরিয়ার মতো সমস্যা হতে পারে।
পিস লিলি গাছ কুকুরের জন্য আর ইস্টা লিলি বিড়ালের জন্য খুবই মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।
ইস্টা লিলি বিড়ালের পেটে গেলে সময় মত চিকিৎসা না হলে কিডনি ও লিভার নষ্ট করে দিতে পারে।
অ্যালো ভেরা গাছ আমাদের ত্বক ও পেটের জন্য উপকারি হলেও পোষ্যদের জন্য নয়।
এই গাছের পাতা পোষ্যর পেটে গেলে ডায়েরিয়া বা বমির মত সমস্যা হতে পারে।
সঠিক সময়ে চিকিৎসা না হলে পোষ্যর ভয়ঙ্কর হতে পারে পরিস্থিতি।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন