শীতের আমেজ গায়ে লাগিয়ে শুরু হয়েছে ক্রিসমাস উৎসব পালন৷ তৈরি হয়েছে শহরের সব রেস্তোরাঁ৷ 

এখন মূলত আকর্ষণের কেন্দ্রে রয়েছে হরেক রকম কেক৷ তবে তার সঙ্গে অবশ্যই রয়েছে মুখরোচক খাবার ও পানীয়র আয়োজন

কী কী থাকছে মেনুতে?

থাকছে তান্দুরি চিকেন সিজার স্যালাড, সাইট্রাস টাওয়ার স্যালাড, ফালাফেল প্ল্যাটার, হানি রোস্টেড পোর্ক, অ্যাভাকাডো টোস্ট, পেপারনি চারকোল ব্রুশেটা

থাকছে ক্যারামেলাইজড ওনিয়ন রিং, চিকেন ড্রামস্টিক ইন ওনিয়ন মাশরুম সস, পেরিপেরি অকটোপাসি, লাইম করিয়েন্ডার ভেটকি স্টিক

রয়েছে গ্রিলড জাম্বো প্রন উইথ মালাইকারি গ্রেভি, কটেজ চিজ সিজলার, অমৃতসারি মচ্চি ফিশ, খোয়া পনির টিক্কা, চিকেন শিক কবাব, গিলাফি মটক শিক, মুঘলাই ঘোস্ত, লখনউ মুর্গ হান্ডি, কুকারওয়ালা পায়া স্যুপ

শেষ পাতে রয়েছে মিষ্টির আয়োজন৷ থাকছে ছেনা নলেন গুড় ব্রাউনি, বেকড ফিলটার চায়ে চিজ৷

রয়েছে ককটেলের সুবিধা৷ পাবেন স্যান্টা পামরাইজ, চিজি পিজি, সাইট্রাস বার্বিকিউ সাংগ্রিয়া, নলেন গুড় লিব্রে৷

সোম থেকে শুক্রবার দুপুর ১২ থেকে রাত ১২ পর্যন্ত, শনিবার দুপুর ১২ থেকে রাত ২টো এবং রবিবার দুপুর ১২ থেকে রাত ১পর্যন্ত থাকবে এই খাবার-দাবারের ব্যবস্থা৷ দু’জনের জন্য খরচ পড়বে ২হাজার টাকা (পানীয় ছাড়া), এবং ২৫০০টাকা (পানীয় নিয়ে)