নতুন ভাবে সেজে উঠছে জলপাইগুড়ির রাজবাড়ি পার্ক!

জলপাইগুড়ি শহরের রাজবাড়ি এবং রাজবাড়ি পার্ক এলাকা এমনিতেই শহরবাসী সহ অনেকের কাছেই আকর্ষণীয় দর্শনীয় স্থান।

এবার, পর্যটকদের টানতে জলপাইগুড়ি রাজবাড়ি পার্কে নয়া উদ্যোগ নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ)।

 সরকারের পক্ষ থেকেই সেই রাজবাড়ি পুকুরকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল। 

বর্তমানে জলপাইগুড়িবাসী-সহ দূরদূরান্তের মানুষের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে এই রাজবাড়ী সংলগ্ন এলাকা।

More Stories.

ক্ষীরের পাটিসাপটাতো অনেক খেলেন! এবার চেখে দেখুন চকলেট ফ্লেভারের এই পিঠে

ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই গোটা কারখানা! আতঙ্কে গোটা এলাকা

বিলুপ্তপ্রায় গাঙ্গেয় ডলফিন সংরক্ষণে উদ্যোগী বন দফতর

জানা গিয়েছে, বাচ্চাদের জন্যে আনা হবে ৬ টি নতুনত্ব টয় কার। 

নতুন বছরের আগেই পেতে চলেছে বাচ্চাদের মন জয় করা এই গাড়ি গুলি এমনটাই মনে করছেন পার্ক কর্তৃপক্ষ। 

 বিকেল হলেই এই উদ্যানে একদিকে যেমন পরিযায়ী পাখির আগমন হয়। অন্যদিকে, সুন্দর পরিবেশে মুগ্ধ হয়ে যায় সকলে।

 এসজেডিএ কর্তৃপক্ষের এ হেন উদ্যোগে খুশি জলপাইগুড়িবাসীও। অপেক্ষা শুধু নতুন বছরের আগমনের।