কোন দেশে সাপের কামড়ে মানুষের মৃত্যু হয় না? রয়েছে পৌরানিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা

পৃথিবীতে একটি দেশ রয়েছে যেখানে সাপের কামড়ে মৃত্যু হয় না। কারণ এই দেশে এখনও সাপের দেখাই মেলেনি।

সেই দেশের নাম হল আয়ারল্যান্ড। উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত এই দেশে কোনও সাপ নেই। তাই মৃত্যুই হয়নি।

আয়ারল্যান্ডের জীবাশ্ম সংক্রান্ত সরকারি দফতরের রেকর্ডে কোনও তথ্য নেই যান থেকে বলা যায় যে সেদেশে কখনও সাপ ছিল।

আয়ারল্যান্ডে সাপ না থাকার কারণের পিছনে একাধিক কারণ রয়েছে।  একটা পৌরানিক কারণ ও বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে।

কথিত একবার খ্রিস্ট ধর্মকে রক্ষা করতে গিয়ে সেন্ট প্যাট্রিক একবার আয়ারল্যান্ডের সমস্ত সাপকে ছুঁড়ে ফেলে দেন সমুদ্রে ফেলে দেয়।

পৌরানিক কথা অনুযায়ী তারপর থেকে আর কোনও সাপ কখনও আয়ারল্যান্ডে আসেনি। সেই কারণে আয়ারল্যান্ডে সাপ নেই।

বৈজ্ঞানিক ব্যাখ্যা হল, প্রায় ১০ হাজার বছর আগে তুষারযুগে বরফে ঢাকা ছিল আয়ারল্যান্ড। তা সাপের থাকার পরিবেশ নয়।

সাপ ঠান্ডা রক্তের প্রাণী হলেও, রক্তে হিমোগ্লোবিনের প্রয়োজনীয় মাত্রা বজায় রাখতে চারপাশের বস্তু থেকে তাপ গ্রহণ করতে হয় তাদের।

তুষারযুগের পর হিমবাহ গলতে শুরু করলে, মানসাগর দ্বারা ব্রিটেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আয়ারল্যান্ড। অতিরিক্ত ঠান্ডার কারণে আর সাপ আসেনি।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন