উত্তরবঙ্গে তৈরি হচ্ছে পিৎজা ধোসা!
গত কয়েক বছরে দক্ষিণ ভারতীয় খাবারের প্রতি বাঙালির বেশ ঝোঁক বেড়েছে।
তাই খাঁটি সাউথ ইন্ডিয়ান ধোসা খেতে ভিড় হচ্ছে শিলিগুড়ির এই খাবারের দোকানে। এই দোকানে মিলছে ৩৫ ধরনের খাঁটি সাউথ ইন্ডিয়ান ধোসা।
শিলিগুড়ি আর কোথাও এত ধরনের ধোসা এক জায়গায় মেলেনা। খাঁটি দক্ষিণী খাবার উপভোগ করতে শহরবাসীর ভিড় করছে এই দোকানে।
সাদা ধোসার মধ্যে চিজ অনিয়ন ধোসা, চিলি চিজ সাদা ধোসা, সেজোয়ান সাদা ধোসা, দেশি ঘি দিয়ে সাদা ধোসা দারুন খেতে।
মাশাল ধোসার মধ্যে পেরি পেরি মাশাল ধোসা, মাইসোর মাসালা ধোসা, মাশরুম মাশাল ধোসা খেলে জিভ জল চলে আসবে আপনার।
এত ধরনের ধোসা এক জায়গায় শিলিগুড়ির আর কোথাও মেলে না। ধোসা ছাড়াও এখানে সাউথ ইন্ডিয়ান ইডলি,বড়া,উত্তাপম মিলছে।
আর সবটাই একবারে সস্তায়। দাম ৪০ টাকা থেকে শুরু হয়ে ১২০ টাকার মধ্যে।
তাই খাঁটি সাউথ ইন্ডিয়ান খাবার খেতে একবার ঘুরে যেতেই পারেন শিলিগুড়ির পাকুরতলা মোড় এর কাছে "ভানাক্কাম ধোসা"-তে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন