পুজোর ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? তাহলে ঘুরে আসতে পারেন এই সবুজে ঘেরা পাহাড়ি গ্রামে ।

রেলি নদীর অববাহিকায় সামালবং অঞ্চলের ছোট্ট পাহাড়ি গ্রাম চারখোল। চারদিক খোলা চারখোলে মূলত বাস লেপচাদের।

প্রায় ৩,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত চারখোলকে ঘিরে রয়েছে পাইন, সাইপ্রাস, ওক, শাক, গুরাস। আর এখান থেকে দেখা মেলে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার

গ্রামের সবুজ পরিবেশ আপনার ছুটি কাটানোর আমেজকে আরও স্বর্গীয় করে তুলবে।

পাহাড়ি গ্রামে থাকতে এবং সেখানকার মনোরম পরিবেশ উপভোগ করতে আপনিও বেড়িয়ে আসতে পারেন চারখোল থেকে।

কালিম্পং থেকে চারখোলের দূরত্ব মাত্র ৩৪ কিলোমিটার।লোলেগাঁও থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে চারখোল গ্রাম৷

চারখোলে রাত কাটানোর জন্য এখানে অনেকগুলোই রিসর্ট, হোমস্টে রয়েছে।

এখানে জনপ্রতি থাকা-খাওয়ার খরচ ১,২০০ টাকা।

সুতরাং অল্প বাজেটেও সহজেই ছুটি কাটিয়ে আসতে পারবেন চারখোল থেকে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন