লিঙ্ক শেয়ার করলেই উপহার ৮০ হাজার টাকার ফোন! লোভের ফাঁদে খোয়া যাবে সর্বস্ব!
India Post-এর নাম করে এমন ভুয়ো মেসেজ করা হয়েছে৷ শুধু India Post নয়, এমন ‘টাস্ক’ বিভিন্ন সোশ্যাল থেকে পাওয়া যায়, বিভিন্ন সংস্থার নামে
সম্প্রতি তেমনই একটি পোস্ট করা হয়েছিল X হ্যান্ডলে, কিন্তু আসল ঘটনা অন্য
সাইবার অপরাধীরা India Post-এর নাম ব্যবহার করে জালিয়াতি করতে চেষ্টা করেছিল
কর্তৃপক্ষ সরাসরি জানিয়ে দিয়েছেন, এই উপহার দেওয়ার প্রতিশ্রুতির সঙ্গে কোনও ভাবেই সংস্থা জড়িত নয়
তবে সোশ্যাল মিডিয়ায় জাল লিঙ্কগুলি শেয়ার করা মোটেও কাজের কথা নয়