নিয়মিত পা ব্যথা মারাত্মক রোগের লক্ষণ, দেখুন

নিয়মিত পায়ে ব্যথা, আর তা নিয়েই বড় কোনও রোগের আশঙ্কায় ভুগছেন আপনি

কিন্তু জানেন কী, এই নিয়মিত পা ব্যাথা হওয়া আপনার শরীরে বড় একটি রোগের লক্ষণ হতেই পারে

চিকিৎসকরা বলছেন, আপনার পায়ে নিয়মিত ব্যথা ও জ্বালা ভাব আপনার লিভারের সমস্যা হতে পারে৷

এটি শরীরের নিম্নাংশে যে টক্সিন তৈরি হয়, সেটির ফলে হতে পারে৷

এ ছাড়াও পোর্টাল হাইপারটেনশন বলে একটি অসুস্থতা হয়, যেটি পায়ের ব্যথার একটি কারণ হতে পারে৷

এ ছাড়া হেপাটাইটিস সি বা অ্যালকোহলিক লিভারের সমস্যা থেকেও পায়ে ধড়ফড়ানি হতে পারে৷

এর ফলে শুধু পায়েও নয়, হাতেও সমস্যা দেখা দিতে পারে৷ পেরিফেরাল নিউরোপ্যাথিও হতে পারে৷

এ ছাড়াও লিভারের সমস্যার নানাবিধ উপসর্গের মধ্যে চোখ ও ত্বকের হলুদ হওয়া সহ হতে পারে অনেককিছু৷

এ ছাড়াও পায়ে যদি চুলকানির মতো সমস্যা দেখা যায়, তা হলে সেটিও লিভারের সমস্যা হতে পারে৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন