হরিণের টানে মানুষের ঢল! 

জঙ্গল নেই। তাও এখানে এলেই আপনি দেখতে পাবেন হরিণ।

মালদহের হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারিতে অবস্থিত এই পার্কে জেলার বাইরে থেকেও বহু পর্যটক ঘুরতে আসেন।

মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকা বারদুয়ারি। এখানেই ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈরি করা হয়েছে ডিয়ার পার্ক।

এই পার্কে রয়েছে প্রায় ৩০টি হরিণ, বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি পাখি, খরগোশ।

More Stories.

ক্ষীরের পাটিসাপটাতো অনেক খেলেন! এবার চেখে দেখুন চকলেট ফ্লেভারের এই পিঠে

ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই গোটা কারখানা! আতঙ্কে গোটা এলাকা

বিলুপ্তপ্রায় গাঙ্গেয় ডলফিন সংরক্ষণে উদ্যোগী বন দফতর

বারদুয়ারি পার্কে প্রবেশ মূল্য মাত্র ১০ টাকা। শীতের মরশুমে ভিড় উপচে পড়ছে।

শিশুদের বিনোদনের জন্য আরও বেশি করে খেলনা বসানো হচ্ছে সঙ্গে নৌকাবিহার করার জন্য বোট তৈরি করা হচ্ছে।

ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মানুষ এখানে বেশি ভিড় করেন। তবে পার্কের মধ্যে কোনরকম পিকনিক করা যায় না।