প্রেমে পড়লে খিদে-তেষ্টা সব চলে যায় কেন? কী বলে বিজ্ঞান..

প্রেমে পড়লে খিদে-তেষ্টা সব চলে যায় কেন? কী বলে বিজ্ঞান..

প্রেমে পড়া অত্যন্ত সুখকর একটা অনুভূতি৷ পছন্দের মানুষকে দেখে হৃৎস্পন্দন বেড়ে যাওয়া থেকে শুরু করে চোখে চোখে কত না কথা৷ প্রেমে পড়ার এই শুরুর দিকটা কিন্তু দারুণ!

প্রেমের এই শুরুর সময়টা আমরা অনেকেই নানা ধরনের অনুভূতির মধ্যে দিয়ে যাই৷ রাতে ঘুম আসে না, কেবল তারই কথা মনে পড়ে, খিদে-তেষ্টা সবকিছুর অনুভূতিই যেন চলে যায়৷

এই যে রাতের ঘুম উড়ে যাওয়া, খিদে কমে যাওয়া এগুলোর পিছনে কিন্তু নির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে৷ কারণগুলো জানেন?

আসলে প্রেম সরাসরি আমাদের মস্তিষ্কের উপরে প্রভাব ফেলে৷ যার জেরে বহু হরমোন এবং নিউরোট্রান্সমিটারের ক্ষরণ বেড়ে বা কমে যায়৷

More Stories.

দেখে নিন UPI-এর মাধ্যমে পিন ফ্রি পেমেন্ট করার উপায়

মোবাইলের নেশায় পড়াশুনা-ঘুম-কাজ শিকেয়! অভ্যাস কাটবে এক লহমায়! হাতের মুঠোয় লুকিয়ে উপায়

গাড়ির ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিয়ম বদলাচ্ছে! সরকারের বড় সিদ্ধান্ত

প্রেমে পড়লে শরীরে ডোপামিন, অক্সিটোসিন, অ্যাড্রিনালিন ও সেরোটোনিনের মাত্রা বেড়ে যায়৷ মস্তিষ্কের নির্দেশেই!

ডোপামিন আমাদের খুশি রাখে৷ ডোপামিন বেশি ক্ষরিত হওয়ায় আমাদের খিদে কম পায়, মুখে সব সময় হাসি লেগেই থাকে৷

অ্যাড্রিনালিন হরমোনের জন্য হৃৎস্পন্দনের হার বেড়ে যায়৷ তাই প্রিয় মানুষকে দেখলেই হার্টরেট হাই হয়ে যায়৷ রাতের ঘুম উড়ে যায়৷ অক্সিটোসিনকে ‘কাডল হরমোন’ বলে৷ সঙ্গীর সামান্য ছোঁয়াই এর ক্ষরণ বাড়ায়৷ আনে স্বর্গীয় অনুভূতি৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন