নিজের ছায়া দেখলেও ভয় পান?
ছায়াই অনেক সময় ভয়ের কারণ। আশঙ্কা, আতঙ্ক এমন ভাবে গ্রাস করে যে মানসিক অসুখের জন্ম দেয়
কেন ছায়া দেখে কেউ ভয় পান? এই প্রশ্নের জবাব কিন্তু চমকপ্রদ
আগে সূর্য ডুবে যাওয়ার পর শত্রুরা আক্রমণ করত। অনেকেই নিজের ছায়া ভেবে ভুল করত
এমনকী নিজের ছায়া দেখেও গা হাত-পা ঠান্ডা হয়ে যায়, আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে যান অনেকে
ছায়া দেখে ভয় পাওয়াকে বলে সিওফোবিয়া। এই ভয় থেকে এমন আতঙ্ক ও আশঙ্কা তৈরি হয়
অনেকেই অন্ধকারকে ভয় পান। নাইকোটোফোবিয়া বলা হয় এই আতঙ্ককে
ফলে মানসিক রোগের শিকার হন অনেকে। কারণ, অনেকেই এই সমস্যাটি ধরতে পারেন না
ফোবিয়া বা ভীতি হল একধরনের অন্যতম মানসিক রোগ। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন