ক্যানসারের টিউমার রোধ হবে এক ওষুধেই

আমেরিকার সর্ববৃহৎ ক্যানসার গবেষণা কেন্দ্রের তরফ থেকে দাবি করা হয়েছে এক আশ্চর্য ওষুধের বিষয়ে৷

এটি এমন একটি ওষুধ যেটির শক্তিতে সলিড ক্যানসার সেরে যেতে পারে নির্দিষ্ট কেমোথেরাপির মাধ্যমে৷

বলা হয়েছে, AOH1996 মলিকিউলটি ক্যানসারাস ভ্যারিয়্যান্ট পিসিএনএ-এর বিরুদ্ধে সরাসরি কাজ করে৷

 এটি এমন একটি প্রোটিন যেটি টিউমার এনলার্জ হওয়া ও ডিএনএ রেপ্লিকেশনের পথে কাজ করে থাকে৷

এটি সরাসরি কাজ করছে বুক, প্রস্টেট, মাথা, ওভারিয়ান, স্যার্ভিক্যাল, ত্বক ও ফুসফুসের ক্যানসারের বিরুদ্ধে৷

সেল ক্যামিক্যাল বায়োলজি-তে প্রকাশিত একটি পেপারে দেখা গিয়েছে, ৭০টি ক্যানসার সেল লাইনের উপর এটি কাজ করছে৷

বিজ্ঞানীরা দাবি করেছেন, AOH1996 প্রোটিনটি সরাসরি ক্যানসার সেল ধ্বংস করছে৷

কারণ, এটি সাধারণ কোষ বিভাজনের প্রক্রিয়ায় বাধা দান করে ক্যানসারকে মারছে৷

দুই যুগ ধরে গবেষণায় এমন ফল মিলেছে বলে দাবি করেছেন গবেষকরা৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন