শীতের এই সময় অনেকেরই চুল পড়ার সমস্যা দেখা দেয়।
অনেকের আবার খুশকির সমস্যা থাকে। খুশকি থেকেও চুল পড়ার সমস্যা দেখা দেয়।
শীতের সময় স্কাল্প শুকনো হয়ে যায়। ফলে এই সময় মাথায় তেল দেওয়ার কোনও বি
কল্প নেই।
শীতকালে বাইরের শুষ্ক বাতাস চুল পড়ার জন্য দায়ী থাকে অনেকটাই।
এই সময় অতিরিক্ত গরম জলে স্নান করা একেবারেই উচিৎ নয়।
এই সময় মধু ও নারকেলের দুধের মাস্ক চুলের জন্য ভাল।
শীতকালে অনেকে জল কম খান। এই সময় শরীর হাইড্রেট রাখা সব থেকে বেশি জরুরি।
মানসিক চাপ, পুষ্টির ঘাটতি থেকে চুল পড়ে। ফলে সেদিকে খেয়াল রাখতে হবে।
আবহাওয়জনিত কারণে চুল পড়লে তা রোধ করা সম্ভব।
তবে শারীরিক কোনও সমস্যায় চুল পড়লে অবিলম্বে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন