ফ্রিজে রাখা বরফের মত শক্ত মাখন দ্রুত গলানোর উপায়

তাড়াতাড়ি ব্রেকফাস্ট করার জন্য ব্রেড-বাটারের থেকে ভালো আর কিছুই নেই।

কিন্তু তাড়াতাড়ির সময় ফ্রিজ থেকে শক্ত মাখন গলানোর মত টাইম অনেকের থাকে না।

ফলে সেই সময় মাখন গলাতে গিয়ে বা শক্ত মাখন ভাঙতে গিয়ে সমস্যায় পডেন অনেকেই।

রয়েছে এমন এক ঘরোয়া পদ্ধতি যাতে খুব কম সময়ে তাড়াতাড়ি মাখন গলানো সম্ভব।

তাড়াতাড়ি গলাতে মাখনের টুকরোটাকে একটা প্লেটের মধ্যে রাখুন।

একটা খালি কাঁচের গ্লাস নিয়ে  মাখনের টুকরোটার ওপর ঢাকা দিয়ে দিন

দেখবেন যেন কোনও ফাঁক না থাকে। তাহলে মাখন গলতে সময় লাগবে।

কয়েক মিনিট এভাবে রেখে দিলেই মাখন গলে যাবে। যা এমনি অবস্থার থেকে অনেক তাড়াতাড়ি।

ঝটপট মাখন গলে গেলেই আপনিও ব্রেকফাস্ট সেরে কাজে বেরিয়ে পড়তে পারবেন।

নিজেকে সব সময় ক্লান্ত মনে হয়? ৫ খাবারেই মিলবে সমাধান