বাড়িতেই বানান একেবারে দোকানের মত পান্তুয়া, রইল রেসিপি

বিজয়া দশমীতে বাড়িতে আসা অতিথিদের জন্য দোকান থেকে কেন মিষ্টি কিনবেন? বরং বাড়িতেই বানিয়ে ফেলুন পান্তুয়া। স্বাদ হবে একেবারে দোকানের মত

পান্তুয়া বানাতে লাগবে ১ কাপ সুজি, অ্ধেক কাপ ছানা, ১ কাপ দুধ, ১ টেবিল চামচ গুঁড়ো দুধ, ১ টেবিল চামচ চিনি।

চিনির সিরাপ বানাতে লাগবে-- ১ কাপ চিনি, ১ কাপ জল, দুটো এলাচ, ১ টৈবিল চামচ ঘি।

কড়াইয়ে সুজি-চিনি-দুধ ১৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। সুজি ফুলে উঠলে চিনি মিশিয়ে নিন

কড়াই আঁচে বসিয়ে এই মিশ্রণ নাড়তে থাকুন। যখন শুকিয়ে আসবে তখন এক টেবিল-চামচ ঘি দিন

এবার মিশ্রণটি ঠান্ডা করে, ছানার সঙ্গে ভাল করে চটকে নিন। মিশ্রণটি হাতের তালুতে নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে সাদা তেলে অল্প আঁচে লাল করে ভেজে নিন

একটা পাত্রে চিনি জল এলাচ ফুটিয়ে নিন, যতক্ষণ না চটচটে ভাব আসে

এবার ভেজে রাখা বলগুলিকে চিনির রসে ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন। পুরো রসটা পান্তুয়াগুলো টেনে নেবে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন