চিংড়ি দিয়ে পুঁই শাকের লটপটি, এক পদেই পুরো ভাত চেটেপুটে সাফ, রইল রেসিপি
চিংড়ি দিয়ে পুঁই লটপটি তৈরির করতে লাগবে পুঁই শাক, আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মত নুন, তেল
একটা বড় পাত্রে বেশ কিছুটা জল ফোটান। তার মধ্যে পরিমাণ মত নুন দিয়ে প্রথমে আলুর লম্বা লম্বা টুকরো দিয়ে সেদ্ধ করে তুলে নিন। তারপর পুঁই শাকের ডাটা দিয়ে একইভাবে সেদ্ধ করে তুলে আলাদা করে নিন।
এবার কড়ায় ১-১.৫ চামচ তেল গরম করে আলুর টুকরো ভেজে তুলে নিন। কড়া পরিষ্কার করে পুঁই শাক সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিন
কড়ায় ২ চামচ তেল গরম করে এককাপ পেঁয়াজ কুচি ভাজতে থাকুন। কিছুক্ষণ পর রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়তে থাকুন।
পেঁয়াজ রসুন লাল হয়ে এলে পরিমাণ মত নুন, হলুদ গুঁড়ো আর জল দিয়ে ঢাকা দিয়ে ২-৩ মিনিট রান্না করুন
৩ মিনিট পর ঢাকনা খুলে সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিন। তেল ছাড়তে শুরু করলে পরিষ্কার করে রাখা চিংড়ি দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন
চিংড়ি সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা আলু দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে।
কড়ায় সেদ্ধ পুঁই শাক দিয়ে সবটা ভাল করে মিশিয়ে নিন। ২-৩ মিনিট রান্না করে নিলেই চিংড়ি দিয়ে পুঁই শাকের লটপটি তৈরি