ঋষি পঞ্চমী উপবাস ব্রত পালনের মাধ্যমে নারীর সকল দোষ-ত্রুটি দূর হয়ে যাবে
ভাদ্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে ঋষি পঞ্চমী উপবাস পালন করা হয়
এবার এই উৎসব পালিত হবে ২০শে সেপ্টেম্বর
এই দিনে মহিলারা সপ্ত ঋষির পুজো করে সুখ, শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ কামনা করে
পণ্ডিত মনোজ উপাধ্যায় জানান, এই ব্রত পালন মহিলাদের ঋতুস্রাবের সঙ্গে সম্পর্কিত
ঋতুস্রাবের সময় নারীদের ধর্মীয় কাজ করতে নেই এমনই রীতি আছে
ঋষি পঞ্চমীর দিন উপবাস করলে নারীরা সব ধরনের দোষ-ত্রুটি থেকে মুক্তি পেতে পারেন
একটি পদের উপর হলুদ, কুমকুম ইত্যাদি দিয়ে একটি বর্গাকার বৃত্ত তৈরি করে সপ্তর্ষি প্রতিষ্ঠা করুন
পঞ্চামৃত ও জল নিবেদন, তারপর চন্দন দিয়ে তিলক লাগান
সারাদিন নির্জলা উপবাসে থাকুন এবং আচারানুযায়ী সপ্তর্ষিদের পুজো করুন
সপ্ত ঋষিদের পুজোর শুভ সময় ২০ সেপ্টেম্বর সকাল ১১.০১ থেকে বেলা ০১.২৮ টা পর্যন্ত হবে
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন